ক্ষীণ সুতোয় হঠাৎ যদি সম্ভাবনার টান পড়ে,
থমকে যাওয়া মন হিসেব করে-
মই পেরোনোর নামতা,
গত বর্ষা, গত বসন্ত, নাকি কোন পুরনো গততে,
সাদা ইজেলে তুলির দুই একটা টান,
ওলট পালট পৃথিবী, মন উচাটন,
কানাগলি ফিরে একলা মশাল,
কোন এক সুখের ঘরে অন্ধ অনুসরণ,
করেছিল কেউ, আর কারও হাত ধরে,
ভেঙে পড়া শহরে, একলা আদরে।
জলছবি পটে রঙিন বর্ষাতি,
ঢেকে দিয়েছিল রাত আকাশের সব তারাবাতি।
মরীচিকা সেই আরও কতবার...
হাতছানি দেয়, সোহাগে বুকে টানবার,
অচেনা অলি-গলিতে রঙিন ঝিকিমিকি,
যুক্তির অঙ্কেরা জানি সব বিলকুল ফাঁকি।
বিষণ্ণ চাঁদ শুধু মন পাহারায়,
শোনায় সাবধানবানী আটকাতে চায়,
অবুঝ ইচ্ছা তবু দুর্নিবার টানে,
ছোটে পাগলপারা হয়ে, ভ্রমের জীবনে।