ভয়কে আজ জয় করিতে
               এগিয়ে যাও এ নবীন।
তুমি তরুন তুমিই দিনমণি
              তুমিই ক্ষমতার উৎস।


অন্যায় অবিচারে আজ
            প্রাণটি গেল যার।
তার বিচারে কেউতো...
            করে না হাহাকার।


ভয় থাকলে মরনে
              যেওনা ঘরের কোণে।
তোমার দেখে তরুলতাও
             মুখ লুকিয়ে  হাসে।


নন্দলালও ঘরের ভিতর
            থাকতে নাহি চায়।
ভূমিকম্প হলে যদি
           প্রাণটি চলে যায়।


সময় হল নিজেকে আজ
           শ্রেষ্ঠ প্রমান করার।
তোমার দিকে তাকিয়ে আছে
          আজ বিশ্ব মানবতা।