দামটা এবার বেশ চড়া গিন্নী  বলেছে আনতে
বাজারে তাই যেতে হল কিছুটা বাধ্য হয়ে।


একটি দুইটি পেলাম যাও কিনতে পারলাম না।
বাবুর বাড়ির লোকটা সব কিনে নিল বলে।


খালি হাতে ব্যাগটা নিয়ে বাসায় যখন ফিরলাম
গিন্নির মেজাজটা তখন মনে হয় ১৮০ ডিগ্রি হবে।


মাছ যা পেয়েছিলাম গিন্নি বাবুরা নিয়ে গেছে
তোমার কথা ভেবেই গিন্নি মাছটা আনা হয়নি।


গিন্নি বলে বাবুটা কে এত সাহস মাছটা নিল কিনে
তাহলে এইবার বৈশাখ কি ইলিশ ছাড়াই হবে?


টিভিতে তুমি যাদের রান্না দেখ কাজ ফেলে
মাছটা যদি না পায় তারা রান্না করবে কি দিয়ে।


ও আচ্ছা, দেখতে পাব তাহলে নতুন কোন রান্না,
কে বলেছে ইলিশ ছাড়া আমাদের বৈশাখ হবে না।


আগেই যদি জানতাম আমি দাদাবাবুদের কথা
কষ্ট করে আমাকে আর বাজার যেতে হত না।