অর্থের সেই দিন দরকার ছিল
যখন বেকারত্বের অভিশাপ ছিল।


যখন চাকরি পেতে অর্থের দরকার ছিল।
যোগ্যতা ছিল শুধু সার্টিফিকেট।


অর্থের অভাবে বোনের বিয়ের
দাবিগুলো পারিনি পূরণ করতে।


চিকিৎসা করাতে পারিনি মায়ের
দিতে পারিনি ঔষধাদি ক্রয় করে।


পৃথিবীতে ছিলাম মেরুদণ্ডহীন মানব।
উপহাসের পাত্র ছিলাম নগরে বন্দরে।


সাহায্য সে এক অলীক বস্তু
পাইনি কারো কাছে।


অর্থ এখনোও দরকার পড়ে
যখন ক্ষুধা মেটানোর প্রয়োজন পরে।