দেহ ত্যাগ করে আত্মা আমার কবেই চলে গেল
কিছু মানুষ আজও আমায় পুতুল বানিয়ে রাখল।


কাউকে আমি বলিনি করতে এমন খেলা
মাঝে মাঝে তাঁরা আবার দেয় গলায় মালা।


জন্ম কিংবা মৃত্যু দিবসে করে কত ছলনা
আমার লেখা কবিতা পড়ে গলায় এনেছে ব্যথা।


মন থেকে তাঁরা কখনো আমায় ভালতো বাসেনি
লোক দেখানো ভালবাসা বুঝতে পারিনি।


আমায় নিয়ে কূটনীতি করেছে রাতের অন্ধকারে
ভালবেসে ভেঙ্গে দিয়েছে বানানো পুতুলকে।


মানুষ বড়ই আজব প্রাণী বুঝেছি আমি আগেও
শত বিপত্তির মাঝেও আমি থেমে থাকিনি।


জন্মের ঋণ খুঁজিনা আমি কর্মকে দিয়েছি সম্মান
বর্ণ পরিচয় দিয়েছি আমি শিক্ষা দিতে পারিনি।



(ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর আমার প্রিয় একজন ব্যক্তিত্ব)