স্বপ্ন নিয়েই জীবন,স্বপ্ন নিয়েই বাঁচে মানুষ
আমার স্বপ্ন সেই দিন মরে ছিল যখন,
জানতে পারলাম পৃথিবীর নির্মম সত্য আমার বন্ধু
হায়না হয়ে যাচ্ছে মানুষের আচরন।
মৌমাছি মধুর অধিকার হারিয়েছে।
যখন জানতে পারলাম মানবতা ও জরাগ্রস্ত।
বারুদের গন্ধে ফুলের কলি ঝরে যাচ্ছে।
যখন জানতে পারলাম খাঁচায় বন্দি সীমান্ত।
দিক হারিয়েছে নদী কূলের অভাবে।
"তারপর ও বিশ্বাস করি একদিন হয়ত নতুন সূর্য উদিত হয়ে আশা জাগ্রত হবে মানবের মাঝে"