আলসেমি
রাসবিহারী ঘোষ


ঘরে বসে শুয়ে আড়মোরা কবিতার আলসেমি
শব্দেরা ঘুমিয়ে অকাতরে চিত্রকল্পের কোলে
জানালার ফাঁক গলে যেটুকু আকাশ
নেমে আসে
পাখির পালকের ছোঁয়ায় ভাসি ঢেউয়ে
তুমি আমি আলাপনে নির্জনে
সারাদিন সারারাত মনে মনে
প্রেমিকার মত তোমার ভালোবাসায়
মাঝে মাঝে অন্ধকার নামে ছটফটে
সুরুঙ্গ বেয়ে
ঢেকে দেয় আকাশ,বন্ধ হয় বাতাস
অহরহ
রাতজাগা চোখে তারাদের কান্না ঝরে
ভিজে বালিশে
তবু তোমার অঙ্কুর মহীরুহ
মরুভূমির ছ্যাকা লাগা গরম বালিতে।