মধ্য রাতে,
আমার একলা বিচরণের পথে;
ঘুটঘুটে রাতের অন্ধকারে আমার ছায়ার পাশে;
চুপিচুপি কেউ একজন হাঁটে।
হিম হিম বাতাসে নুপুর এর আওয়াজ
আর মিষ্টি হাসি;
আমার কানে বাজে।
জোস্নার আলোতে হারানো প্রিয়জনার চেহারা ভাসে।
হাত বাড়ালেই হাওয়ায় যায় মিশে;
দম অস্বাভাবিক ভাবে বন্ধ হয়ে;
হৃদস্পন্দন থেমে, চোখ নোনা জলে মৃদু কাঁদে;
আমার মন কেন বেলা অবেলায় তাকেই ভাবে?