কোন বৈশাখে লাল সাদা রঙের কাপড়ে সাজবো একসাথে?


কোন জ্যৈষ্ঠে পাকা আম জাম খাবো ভাগাভাগি করে দুজনে?


কোন আষাঢ়ে রোদ মেঘের খেলা দেখবো উত্তপ্ত দুপুরে?


কোন শ্রাবণে এক ছাতার নীচে আধো আধো ভেজে হেঁটে যাবো দুজনে...?


কোন ভাদ্রে নীল আকাশে সাদা মেঘের ছুটে যাওয়া দল দেখবো বসে বসে?


কোন আশ্বিনে বেড়াতে যাবো নদীর পারে হারিয়ে যেতে সাদা কাশবনে?


কোন কার্তিকে দুজনে গড়াগড়ি করবো ঘাসে জমে থাকা শিশিরে?


কোন অগ্রহায়ণে সোনালি ধানের মাঠে নবান্ন উৎসবে মাতবো নিমিষে?


কোন পোষে এক চাদর বসে থাকবো দুজনে ঝাপটে মেরে ধরে?


কোন মাঘে পিঠা খাবো নতুন খেজুরগুড় মেখে?


কোন ফাল্গুনে তোমার খোঁপা গছিয়ে দেবো রক্তবর্ণের শিমুল, পলাশ ও কৃষ্ণচূড়া ফুলে?


কোন চৈত্রের প্রভাতফেরিতে হারিয়ে যাবো দূর থেকে দূরান্তের মুলে?