পিচাশ!


আমি তোমার মৃত্যু,
আমার হাত থেকে তোমার
মুক্তি নেই!


নিশ্চয়ই,
কোন এক নিগার অন্ধকার রাতে,
তোমার শয্যায় খুঁজে পাবে আমায়!
ভয়ঙ্কর!
তোমার মৃত্যুর আয়োজন
এত টাই পৈশাচিক হবে,
তুমি মরার আগেই মৃত্যু ভিক্ষা চাইবে!


হ্যাঁ,
বরাবরের মত এবারও ফেরাব না তোমায়!
তোমায় মৃত্যুই উপহার দিব।


কিন্তু............
জাহান্নামে গিয়েও তুমি শান্তি পাবে না!
কারন!!!!
সেখানেও তুমি আমাকেই পাবে,
এবার আরও পৈশাচিক রূপে!


কর্মফল!