এ বধ্যভূমিতে
রতন সেনগুপ্ত


নবারুন বেঁচে থাকলে লিখতেন আবার
"এ মৃত উপত্যকা আমার দেশ নয়"
আমাকে বলতে হচ্ছে - এ বধ্যভূমি আমারই দেশ
আজ  তোমার জন্য, কাল আমার


সমস্ত বিরুদ্ধ অধিকার উঁচু হলে
কথামালা খায় আমাদের নিরাসক্ত আয়ুষ্কাল
মুঠো খুলবার ফাঁদ পাতে ধূর্ত ধুরন্ধর
বাড়ে প্রাসাদোপম
রং বদলের আশ্বাসে ধন্য আমরা
ন্যাংটো মহোৎসব ট্রেনে চেপে বলে আসছি
ট্রাফিক সিগন্যালে শুধু  আমাদের জন্য অনন্ত অপেক্ষা কাল


শত্রু চেনে না সময় ফেলে দেয় ভাই এর লাশ
কুটিল শকুনি শুধু পাশা খেলে -  দেশ লুটপাট
সিংহাসন প্রভুদের গোলামির দান
সৌজন্যে জনগণ
কোথাও কাশ্মীর, কোথাও আসাম, কোথাও.......
বেকার হাত রক্ত মেখে কাঁদে, তটস্থ জনগণ


হাত বাড়িয়ে বন্ধুত্ব নয়, আস্তিনে থাকে অন্তিম ছুরি
পাশে থাকে সংবিধান - শোনা যায় বিচার আছে
অভাগীর কাছে ঝোলে টোপ, ক্ষুধায়  লাফায়, খাঁচায় ঢোক, আইন আইনের মত যাবে
বলিদানে যাগযজ্ঞ হবে
এ বধ্যভূমি আমারই দেশ