আজ শনিবার
রতন সেনগুপ্ত
-------------------
শিয়রে শনি এবং চটকানি
ভূগোলের ভূমণ্ডল খুলে হাতড়ায়, হাতে চুলকানি টেকা দায়
যদি পায় মুণ্ড ছিঁড়ে মিশাবে ধূলায়
ভয়, শুধু ভয়, বুক চাপে অন্তর খায়
হাসে ল্যাবরেটরি - আমার উল্টো দিকে নাচে
দুর্ভাগ্য আমার, আমারই ঘরে বসে হিক্কায়


যে হাসে সে হাসে কি আসে যায়
কজনই বা হাসে সব মাথা ঠেকায়
মনের গভীরে বাড়ে জোর কাটে  সংশয়
বোকা আম আদমির কথা তাকে ভাবতে হয়
জয় ওদেরও থাক, নাহলে থাকবে কোথায়, বিশ্বাসে মিলায়  


বিকলাঙ্গ পৃথিবী নিয়ে তার গবেষণা দুর্বার
বেরুবার সময় কপাট জানলা চেপে
মাথা ঠোকে, পথে নেমে মনে পড়ে আজ কোন বার
একপথে যায় না কখনো
দক্ষিণা ভিন্ন ভিন্ন, নাহলে কাঁধে চেপে ভুবন ঘোরাবে
আজ শনিবার