এমন-তো নয়
রতন সেনগুপ্ত


আরও একটু উচ্চকিত হওয়া
মানায় না তোমায় - এমন-তো নয়
তবে কেন এ নিশিত নিরবতা
কত দূর বয়ে পাবে ঘাট - যদি নদী ভাঙে সব পার
আবার ফেরার পালা  ভাঙা পথঘাট
পুরনো চৌকাঠ পেরোবে আবার


যাকে এতো কথা শেখালে
নিষেধের বেড়া দিয়ে বারংবার
অথচ ভাঙছে প্রতি দিনরাত
কোন বাঁধে তাকে রুখে দেবে - বাহির সংলাপ
সে-তো বহু উচ্চকিত


এতো ভেঙে ভেঙে আশা বাঁচে কতদিন
মাটি সরে গেলে শূন্য আলাদিন
হতাশার ডুবে যাবে জীবনের মহামূল্যবান
দীর্ঘ ইতিহাস


আর একটু উচ্চকিত হওয়া
মানায় না তোমায় - এমন-তো নয়