অপ্রেমে
রতন সেনগুপ্ত


বহুদিন তোমার রাত্রি
এবার নেমে এসো
পারের কড়ি যদি হারায়, ভুতেরা গলা টিপে দেবে
দেবতা নর্তকী চায়
নেমে এসো


এবার সূর্যস্পর্শা হও, বন্ধকি ছাড়িয়ে নেবার পালা
এত সুদে আসল গিয়েছে হারিয়ে
এবার ছাড়াও, ছিঁড়ে ফেল, আস্তিনে লুকনো নীতিমালা
বিঁধছে তোমায়, ভেবে দেখো


তোমায় পর্দানশীন রেখে, মেনিমুখো গোগ্রাসী শেয়াল
চেবায় তোমায়
বুকের ভেতরে লেখে কালো দরখাস্ত
পৃথিবীর সব রং মুছে দিয়ে এক রঙা করেছে তোমায়


কৃষ্ণগহ্বর টানে সব
ওর ঔরসে জন্মে না আলো, সরে এসো
যদি প্রেম চাও, যদি ভালবাসা হৃদয় ভরাও
  অচেনা থাকে না কোন পথ


নেমে এসো, বন্ধন হাজারও থাকে, থাকে শৃঙ্খল
ভাঙনের আর্জি না থাকে যদি, কতদিন দেহ সম্বল ?
ভাগাড়েই থাকে তার দাপট সোহাগ
নেমে এসো