ছয় কথা
রতন সেনগুপ্ত
-------------------

শব্দ পাল্টে পাল্টে বল
এক কথা বার বার কেন ?
উচ্ছিষ্ট চেটে খায় রাত
ঘুমায় প্রাসাদের পাশে ন্যাংটো ফুটপাথ
থামাও 'মন কি বাত'
অসহিষ্ণুতার আজব বকবক



হাইব্রিড মগজের খেলা
ফাঁকা মাঠ সারা বেলা
হাতযশ আছে বাহবা দেবার আছে
বিভূঁইয়ে কত কি আছে কালো বা সাদা
শেষকালে ল্যাজা দেখে প্রশ্ন করে গাধা



ভোগী ও বৈরাগী  একই দেহে
অনেকেই লাইন পালটাবে স্থির
এক 'দেব' মেরে দেবে দই
খই ফোটার আওয়াজ শোনা যায়



চারা গাছ পুঁতে চলেছ গোছাবে বলে
জেনেশুনে ওর বিষফল
আমদের চোকাতে হবে কেন তোমার কর্ম ফল ?
এখন কিসের হুঁশিয়ারি
চোরের মার বড় গলা
েএটা বাংলা প্রবাদ

ধর্ম বলে যাকে দুহাতে রাখো
সে কি একাল
একালের সব ধরে ধরে হাতড়ালে
ধর্মের বেলায় শুধু গঙ্গাজল



নিস্তব্ধ নির্বিকার সহবাস
পার্বণের শীতেও জ্বলে না মন
সবটাই মুখস্থ ! সবটাই সংলাপ !!
এরপর হিমকাল