গাত্রদাহ হলে
রতন সেনগুপ্ত


সুদূর প্রসারি কোন ডালপালা গাত্রদাহ  হলে
ছেঁটে দেবে,এমনই নিয়ম কানুন পাস হয়ে আছে
কারন দর্শানোর প্রয়োজন নেই
তার কাছে ভয় সীমাহীন হলে, শিকড় উপরবে বিনা সংবিধানে
এমনই ব্যবস্থাপত্র


কথামালা - তার মত, ভিন্ন স্বর,মুক্ত চেGatraতনা -  তার মত
যে সব ধারাপাত মুখস্থ তোমার , রেখো না মনে
চেতনার রঙ চাইলেই বদলাবে - এমন ভেবো না
খান্ডব পরে নিও, অনুসন্ধিৎসু  হয়ে
মহাকাব্যে ইতিহাস আছে


যেমন জান প্রয়োজনে একলব্যের বৃদ্ধাঙ্গুলি ছেদন হল
যেমন খুব কম লোকে জানে - ষড়যন্ত্রি বলে কৃষ্ণ তাকে হত্যা করেছিল
যেমন জান , যেমন জান না সবই প্রয়োজনে
সুদূর প্রসারি ডালপালা গাত্রদাহ হলে.......


এ সময় লুকানো শরীর ভাসমান রেখো না
প্রবল স্রোত ছিন্নভিন্ন করে দিতে পারে
থেমে গেলে বন্যা ত্রান আছে, আছে বদান্যতা
মুখ ও মুখোশের খেলা আদি ও অন্ত সারা বেলা


সুদূর প্রসারি কোন ডালপালা গাত্রদাহ হলে........