ইচ্ছে
রতন সেনগুপ্ত


যেতে যদি হয় যাবে
পরশ তো লেগেছে গায় বিনা বাক্যব্যয়
উড়ো হাওয়ায় উড়িয়েছো ধুলো
সেই কবে কে ভালো বেসেছিল?
সেই শেষ এক মাত্র ভালো!


লুকানো ভোলানাথ কোথায়
যে যার মত বলে গেলো
তুমিও খোঁজ তোমার মত
কবিতা লেখ,যা ইচ্ছা কলমে এল


নিরানন্দ যাপন দিন, ক্লান্তি চোখে মুখে
ঘোরে ফেরে একরাশ ধূসর ধোয়াশা
'যেও না রজনী লয়ে তারাদলে'
তুমি কেন বল? নিজেই কন্যা এখনো , তবে


পুরনো স্বর্নালী দিন ঘুরে ঘুরে দেখা
পাতা বুকে তীব্র যন্ত্রণা পতিত রেখেছ
সম্পদ দেবে না তোমায়,এ যে বন্ধা ঘুরপথ


কোন একদিন দুয়ার দাঁড়াবে, সে দূরাশা
তুমি যে সংগীত শোন তার হাড় মজ্জা শিরদাঁড়া
সব হারানো নিরাবতা, সাথী হবে কতদূর


বুকের আগুন যদি না জ্বলে, সেতো শূন্য হাহাকার
বোবা কান্নারা বোকাদের দলে ভেড়ে
ভোর হল দোর খোল, বলেছে কি কেউ
ভোরাই এর গান শুনেছ কখন?


সপাট দরজা কেউ খুলে দেবেনা
লাথি মার, যা ইচ্ছে বলে বলুক
ঝড়ো হাওয়া না এলে পল্টাবে না, ভাঙুক
সাজিয়ে গুছিয়ে নেবে পুনর্বার
সেতো তোমার ইচ্ছাধীন
ভবিতব্য বলে পাশে ঠেল না