যদি আসে কেউ
রতন সেনগুপ্ত


ফাঁক থেকেই যায়, কথা থাকে
থেকে যায় ভেতর থেকে ওঠা বুদবুদ
সূর্যহীন জল জানে, ওপরের ভাসা পাতা বৃদ্ধ হলে খসে
ভেতরে পাঁক মাছ কেঁচোর সন্ধানে


স্থবির জলের ভাষা চলে তোমায় আমায়
আমাদের রাজপথে, ফুটপাতে, এঁদোগলির মোড়ে
কতকাল দেখিনি সূর্যোদয়
জন্মবধি দেখেছি কখনো ?
মনে পরে তোমার? আবছায়া !  


কোন বসন্ত-প্রেম সুখ নিয়ে ডাকেনি পোহাতে
আলুথালু এসেছে কখনো হয়তবা
পাড়ার পিকনিকে
সেখানে ভিড়ের ভেতর হারিয়েছি তোমায়
জেগে থাকে উন্মাদ ক্ষয়, আমাদের তন্ময় হার ও জিত


‘প্রেমের চেয়ে বড় এ জগতে আর কিছু নেই’
মান্না দে’র গানে, আমাদের জগত সংসার
আছড়ে পড়েছে শুধু, আসেনি ঢেউ


তবু চেয়ে আছি যদি আসে
তাহাদের মত কেউ