জল-ভাসি
রতন সেনগুপ্ত


স্মৃতিভ্রম বর্ণমালা আমাদের
শোক গাথা লেখে
প্রতিবার জল-ভাসি প্রতিবার ত্রাণ
প্রতিবার মৃত্যু, ভাঙে ঘরবাড়ি সংসার
বহুবিধ প্রতিশ্রুতি অসীম বিশ্বাস – চাপা থাকে বুকে
প্রতিবার


মনে হয় মেষপালকের ডাকে চলেছি খোঁয়াড়ে
কচি ঘাস-পাতা চেবাই আপন গহ্বরে
কসাই-ভক্ত প্রাণ
হাঁড়ি কাঠ যত্নে সাজাই, ভাবি পরিত্রাণ
এসেছে দুয়ারে


ডাক এলে বদলাই কখনো-সখনো
বদলানো পিঠে বসে নতুন চালক
সেই মেষপালক
প্রতিবার জলে ভাসি......
প্রতিবার