প্রেম  ও দেশকাল
রতন সেনগুপ্ত


কে কাকে ভালবাসে, কেউ  জানেনা
শুধু স্থির প্রজ্ঞা জানে
শান্ত সহবাসে প্রেম  জমে হিমঘরে


সেই ছেলেবেলা কত অজানারে
ভেবেছ সুন্দর
সেই সব পুরাতনী জীর্ণ শৈশব
আজও গায়ে মেখে ঘোরো, রশি শুধু উল্টোরথে খাটে


কয়েকজন ভিন্ন মানে দেশ নয়
দেশ মানে অন্ধজনে অযোধ্যা মন্দির নির্মাণ
'মিথে'  জন্মে ভ্রষ্টাচারী বিজ্ঞান
মহাকাব্য চরিত্র হারায়
সব মিথ্যা সিংহাসনে চলে - দেশ মানে


আসলে তষ্কর তঞকতা ডোবায় আকন্ঠ
মিথ্যাচারি ওড়ায় সবচেয়ে বড় পতাকা
এখন শাক দিয়ে মাছ যায়না ঢাকা


উচ্চতা বাড়ায় সব মূর্তিমান জল্লাদ
হাড়ি কাঠে তুমি আমি যে কোন দিন বলি হতে পারি


যদিও ইতিহাস অতটা নিষ্টুর নয়
বুলেট বুকে হাত তোলে হে-মার্কেট
সব নাবিক পথ ভ্রষ্ট নয়
জাহাজ বন্দরে ভেড়ে আজও
হুশিয়ারি দিয়ে কতটা থামাবে তাকে
মানুষ শুয়োরের খোঁয়াড়
বা, রোগাক্রান্ত যৌন ক্ষুধার বেশ্যালয় নয়
মনে রেখো