প্রেম
রতন সেনগুপ্ত
মুখেরও মুখ আছে
কথা সঙ্গোপন চায়
অনেক কিছুই গোপন যা প্রকাশ্য নয়
অগোচর স্বরলিপি ভাঙে তৃষা হাওয়ায়

যত কাছে কাছে আছি
তত দূরত্ব-ঘুণ ভেতরে ভেতরে খায়  
সময় স্থবির, অলস সঞ্চার
মুখ দেখে না মুখ, কখন গন্ধ পোকা চেটে খায়


হতাশার কারুকাব্য ঝুম জ্বর নিয়ে বাঁচে
তুমি কোথায় ? কেউই আসে না বিয়গ সংসারে
সবাই সবার কাছে উচ্চতা চায়
হাস্যকর উচ্চারণ দাপায়  


শুধু শূন্য প্রলাপ, শুধু মৃগমদ
অস্থির আত্মপ্রবঞ্চনা  
হাত আলগা হলেই নামে ঢল
মানুষ কি অবিরত যন্ত্র সমাচার, মৃত কবিতা
চৌতালে নাচায় ?
দেখি সব, শুধু তোমায় দেখি না
এও প্রেম ? বাজার সরকার ?