প্রেমে অপ্রেমে
রতন সেনগুপ্ত


কেউ কারো প্রেম মগ্ন নয়
সব নিম্ন প্রদেশ
ইচ্ছার অতীত সব ভূত প্রেত
প্রেমিক প্রেমিকা বলে কিছু নেই - নাগরিক চোরা স্রোত
বীণে নাচে ফনামুখি মধ্য-রাতচোর
সবই অভিপ্রেত স্বপ্নাতীত বহুবিধ গুরুচণ্ডালী দোষ
সব 'এক দুজেকে লিয়ে', তবুও অন্তসত্তা বিবাহ বহির্ভুত
অভিশাপে ঝোলে, স্বাধীনতা বাহাত্তুর(১৫আগষ্ট ২০১৮)


বিশ্বাস অবিশ্বাস বাস উপনিবেশ
প্রেমহীন রাস্তাগুলি চতুর্মুখ জোটে
গুতোগুতি করে অক্সিজেন হীন
অরন্য সাফ হয়ে গেলে,কয়েকটা চারা পুঁতে দিন


অনাবিল কোন হাসি নেই, কোন কথা নেই
নেই উপমা বিহীন দ্রষ্টব্য, জনারণ্যে প্রতিবেশী নেই
শুধু আফসোস,বৃত্তে বৃত্তে ঘোরে
নিজস্বী রেস কোর্স মাঝে মাঝে হাটু গেঁড়ে
ভাঙে শব্দকোষ,  - অজস্র ডিভোর্স


কবিতা কার কাছে প্রার্থনা করে
শিউলি শিশির!
রথ দেখা কলা বেচা এক বিজ্ঞাপন যার কাছে
প্রেম তো সেই বলে দেবে,বলাবে মিডিয়া দর্পণ


অন্য পিঠ আমাদের
যদি এলোমেলো হাওয়ায় চুল ওড়ে, উরুক
প্রেম পরে থাকেনা পতিত,,সে সৃজন সঙ্গীত
কোরস শুদ্ধতা পেলে, নাম লেখে বালুকা বেলায়
যতই মুছুক, মোছে কি? সরে গেলে ধুসর বেলা
প্রেম খুঁজে নেয় আকাশী নিরহংকার মুখ
আমাদের প্রেম মানে বহু পথচলা
নক্ষত্র নিপুণ অনন্য ধ্রুবতারা
সে তো তোর মুখ