রাত্রি নয়
রতন সেনগুপ্ত


তুই বলে ছূটে গেল যে
সে তো রাত্রি নয়,
বন্দর বদল কর - বলে গেল
সময় গড়িয়ে যায়, তৈরি রাখ বিনিময়
এইসব হাবিজাবি কথা - মনে হয়


লগ্নী মন মাটি ছুঁয়ে জড়িয়ে রেখেছি
ছাড়বো কি করে? অজস্র কাঁটা জঙ্গল
লাট খাওয়া ঘুড়ির সুতো হাতে
প্যাঁচে-প্যাঁচে জিতে যাবো - আশা তো আছে


তুই বলে ছূটে গেল সে - বলে
আশা কুহকিনী এ সময়, স্বপ্ন-ম্যাজিক তোকে খাবে
লটারির কাণ্ডজ্ঞান আছে!


শিকড় বহুদূর, উপরাব কি ভাবে? বলে -
জড়িয়ে যা আছিস সে কি মাটি? সে তো খড়কুটো
জ্বালা,জ্বলে যাবে, পলি পরে ফসল ফলাবে
ফুসফুস ভরাবে অক্সিজেন, বেচা প্রেম ফেরা এবার


তুই বলে ছূটে গেল যে
সে তো রাত্রি নয়