শরীর ও জীবন  
রতন সেনগুপ্ত


শরীর দেবার আগে কতটা দিয়েছ অঞ্জলি
সে তোমার শুধু বৈবাহিক না প্রেম? ভেবেছ কখনও!
আধুনিক বলার আগে কতটা মানুষ sg
ফিরে দেখার হলে দেখ


জান্তব ইচ্ছা-তো জঙ্গল সমাচার
পরষ্পর কতটা রোপণ?
আধুনিক বলার আগে, ভেবেছ কখনও?


হাজার অপ্রেম অগ্নি-উচ্চারণে  অধিকারী হয়
শুধু নিয়ম পরমপরা অর্থহীন উচ্চকিত স্বর
আজও কি মানা যায় তাকে? মানা যায়  - হে দিগম্বর!
কয়েকটা বুলি শিখে ময়না খাঁচায় ঘোরে - বলে  
শ্রী বৃন্দাবন


মিষ্টি মুখ হাতকচলানো  কন্যা পিতা
কতো  সহজে দিয়েছ তাকে নিবেদনে ইতি বহুবার,
বিবাহ না ক্রেতা বিক্রেতা প্রতি হাটবার


অথবা দীর্ঘ মেলামেশা শেষে আবার পাকা দেখা হিসাব বিনিময়, ছাঁদনাতলা শুভ দৃষ্টি, শুধু পান পাতা সরে যায়
কত হাস্যকর মাননীয় বিবাহ বন্ধন
সব নিরুপায় এমনি নিয়ম পুতুল খেলার
এও নেকি আধুনিক জীবন-যাপন!


বালি পলি চুরি হয়ে গেলে বেক্ষাপ্পা নদী
ডোবায় বন্যায়, যুক্তিহীন পক্ষঘাত জরাগ্রস্ত চেতন
ধাপার মাঠের মত উঁচু হয়ে বাঁচে
মোটা চক খড়ি লক্ষণ রেখা টানে
অক্সিজেন ফিরে যায় বন্ধ দরজা ঘরে
এইতো বন্ধন,আধুনিক স্থানান্তরে বাঁচে উৎকট
শরীর ও জীবন