শুধু প্রার্থনা শেখ
রতন সেনগুপ্ত


সব পরী ও পায়রা মাথার ভেতর
দুঃখ নিয়ে ওড়ায় পদাবলি
মাটিতে গেঁথে যেতে যেতে
হাত তুলে নিশান দেখাই
মরু ঝড় তোলে ওরা চোখ চেপে ধরি
এবার কি তবে....


তবে বলে চলে যায় শতাব্দী প্রাচীন
বাঁচে প্রেম কৃপাপ্রার্থী হয়ে, স্বৈরাচারী রক্ত চক্ষু দেখে
শরীর বিনিময়ে ফেরে লখিন্দর
বাঁচে বেহুলা-প্রেম, স্বাধীনতা মাথা নত করে বাম হাতে
এখন এসেছেন রাম


এখন তিন সত্যি
পরিচয় বিহিন, প্রশ্নহীন আনুগত্যের খোলা ময়দান
ট্রফিটা নিয়েছে হাতে
রেফারি'র হুইসেল শোনা গেছে - সংবিধান সম্মত তবে
আর কথা নয়
এবার সমাজ সেবায়
নোবেল ও জুটে যেতে পারে


প্রশ্ন করোনা, মেনে ও মানিয়ে নেও
নুন তেল জুটে গেলে, অধিকার না হলেও চলে
মহান মানুষ হও ত্যাগে ও ধর্মে
শুধু প্রার্থনা শেখ অধিরথ