তেষ্টা
রতন সেনগুপ্ত


নামতে নামতে থেমে গেলাম
জল কোথায়?,জল!
মধ্যে মধ্যে মরুভূমি, বিষন্ন বালুঝড়
কোথায় তোলপাড়, সেই তো অন্ধ রাত
কে বলল জলকে চল? কে বলল?
তৃষ্ণা এখন ছাতির ভেতর, বুকের ভেতর, মাথায় টনটন
জল কোথায়, জল?


পাতা কুড়ানি মেয়েটা বলল, জল খাবি
যা কেনে ঐ তো ঝর্না ঐ তো জল
ঐ মানে তো চোদ্দ মাইল, কোথায়  পায়ের বল


জল ছলছল আঁখি দুটি শপাং দিল ঝাঁপ
অমনি দেখি ঝর্না দিদি নাচ জুড়েছে মাদল তোলপাড়
জল ছলছল, জল ছলছল, আপন অহংকার


জল মানে তো  অমাবস্যা, পূর্নিমা নির্ভর
ভাটিয়ালির গান, সে তো নামতে হবে,নামতে হবে
দখিন সাগর পার
কাঁকড়া ধরে সেই মেয়েটি,দু'চোখ আঁখি জল
স্বামী গেছে মাছ ধরিতে,বন বিবি'র ঘর


জলকেলি তো অনেক খেলি - শ্রী বৃন্দাবন
পিচকারিতে রং ছেঁটাবে জলের শ্রাবণ
তবুও কেন শুনছি শুধু - জলকে চল
মধ্যে মধ্যে জলের আকাল, জলপ্লাবন


ছাতির ভেতর, বুকের ভেতর মাথার টনটন,তবুও কেন
বাহিরে এলাম চাইতে গেলাম জল! কে বলল জলকে চল?


জল ছলছল আঁখি দুটি বলছে আয়
আর একটু চল
জল কোথায়?জল? চাইতে হবে, হাটতে হবে - বলল সে
পারেরও সমায় আছে, চাইলেই হবে?
পা চালিয়ে চল