উত্তর দিনাজপুর জেলার খটসা গ্রামে (পশ্চিমবঙ্গ) ১৯৯৪ সালের ৩১ শে মার্চ (বঙ্গাব্দ : ১৪০০ সাল, ১৭ ই চৈত্র) প্রথম প্রথিবীর মুখ দর্শন । পিতা: শ্যামল রায়, মাতা: ঊষা রায়(সরকার) । খুব গরীব পরিবারে আমার জন্ম হওয়ায় কঠোর দারিদ্রতার মুখোমুখি বার বার সম্মুখীন হতে হয় । ছয় বছর বয়সে হঠাত্‍ নিজের অজান্তেই কবিতা লেখার সূত্রপাত । কবি  হওয়ার কোনো আশাও দেখিনি তখনো । সম্ভবত দুবছর কিছু লিখি নি । তারপর আট বছর বয়স থেকে আজও লিখে চলেছি । গল্প, কবিতা, গান, নাটক , ঔপন্যাস, প্রবন্ধ ইত্যাদি । মাঝে মাঝে ছবিও আঁকাই । সঠিকভাবে কোন কিছুই আর্থিকতার অভাবে প্রকাশ করা হয়নি । ফিজিক্স নিয়ে বি.এস.সি(২য়) পড়ছি বলে বাড়িতে এখনোও এসবের কথা জানাইনি । কারন বাবা চায় না আমি সাহিত্যে মনযোগ দিই । তাই গোপনে গোপনে প্রেমের চিঠি পড়ার মতোই এসব লিখি । জীবন আমার এখনোও অনেক বাকি কিন্তু আমি জানি না  কোন দরিয়ার কোন ঢেউয়ের জলে হারিয়ে যাবো বহুদূর. . . .;-(;-(;-(;-(