যদি তুমি মোরে আর নাও ভালোবেসো
রহিব একাকী তবু ফিরে এসো ফিরে এসো ।
সাগর মহাসাগর পথে যেও না গো ভিন দেশে
ফাঁকা বন্দরে দাঁড়িয়ে শোভিত হবে না মনে দুখের পথিক বেশে ।
প্রেমের বরফ গলে ঝরণা হয়ে পড়বে ঝরে ছল্ ছল্ অশ্রুজলে
দুখ দিস না রে হ্‌দয় ছাড়িয়া --'থাইকো, আলবিদা' বলে ।
কে ডাকবে আমায় বিকেল বেলায় সবুজ মাঠের কচি ঘাসে
টল্ টল্ জলের আয়নায় কে রহিবে হাত ধরে আমার ছবির পাশে !
বরফ হয়েই জমে থেকো বাষ্প হয়ে উড়ায় যাইয়ো না,
তোমার মনের পাখি আকাশে বিলীন হবে এ কথা আর কইয়ো না ।
ঝরে রক্ত উড়ে যায় ,বুকের ভিতর একবার ঢুকে দ্যাখ
মেঘে বজ্রপাত বিমান যাবে না,-- please come back, come back.
[কবিতাটি অক্ষরব্‌ত্ত ছন্দে লেখা]