ছেঁড়া পাতার ভাঙ্গা ডালে
কোনমতো আছি ঝুলে
কোথায় আছো মন মাধুরি ?
এসো না গো তারাতারি
নেও আমারে তুলে ।
যাইনি ভুলে গোলাপ ফুলে
প্রজাপতি উড়ে ঘুরে পাখা দুটি খুলে ।
ভরা দেহে ফিকে সাজ
কোমড় গায়ে নরম ভাঁজ
হাসির মাঝে গালের খাঁজে টোল ঝুলানো হালকা লাজ,
তোমার সবই ভালো ভালো
দয়া করে রূপের কথা আর না বলো,
ডালটা ধরে যাচ্ছি পড়ে
তোলো আমায় তোলো ।