পাহাড়-সীমা ছাড়িয়ে,
সমতলবুক চিরে,
এগিয়ে চলি মোহনার দিকে।
অসংখ্য চোরাস্রোতে বারবার
হারিয়ে যাই লক্ষ্যহীন পথে।


জলযান ভেসে যায় সমুদ্রের বুকে,
দিগন্ত ধরা পড়ে সবুজ রেখায়।
নীলাভ-জল মাঝে আলো-উৎসব,
দূরন্ত ঢেউ যেন হৃদয় মাতায়।
অন্তর ভরে ওঠে গভীর আবেশে,
মরিচীকা ছলনায় ভুলায় আমায়।
ম্যাগনেটের টানে চলি অজানা জগত,
বৈতরণী-বিম্ব ভাসে চোখের তারায়।


ওপার-সাম্রাজ্য যেন খুলে দেয় দ্বার,
নীরবতা চারিদিকে হয়েছে বিস্তার।
হিংসা বেঁধেছে বাসা শান্ত কাননে,
লুকায় নিজেরে সেথা পরম যতনে।
ঘৃণার বিষাক্ত ফণা প্রেমের শাসনে
মাথা নত করে এসে দাঁড়ায় সামনে।
ভালোবাসা-রঙ মাখে নূতন ভুবন।।
রাগ যদি ঝরে পড়ে গাঢ় অনুরাগে,
কলুষতা ধুয়ে যায় মৃদু সমীরণে।
ভ্যানিশিং রঙ যেন শূন্যে মিলায়।।


মিষ্টি হাসির ঢেউ, আনন্দের আভা,
আশার প্রদীপ জ্বলে সিংহদুয়ারে।
এপারের রিপু সব ওপারেতে গিয়ে
নিমেষে বিলীন হয় কৃষ্ণ-গহ্বরে।