বিস্তীর্ণ বনানী মাঝে
আমি এক খাঁচাবদ্ধপাখী,
গুন গুন গানগুলি ফিরে ফিরে আসে,
কেঁপে ওঠে বনানী গভীর আবেশে।
ছায়া ছায়া মায়াভরা নীরব রজনী
হৃদয় মথিত করে,
স্বর্ণালী বায়ুকণা খাঁচার দেয়ালে
হানে ঘাত,
সুন্দর পৃথিবী মেলে ধরে
উৎসবের রঙ্গিন পাপড়ি,
মুগ্ধ মনে চেয়ে থাকি।


হৃদয়ে প্লাবন-
কিশোরীর উদ্দামতা
কেড়ে নেয় মন।
আমিও এমনি করে দিগন্তে ছড়াতে পারি।


আকাশে রংয়ের খেলা,
বাতাসে মাধূর্যয্  ,
হৃদয় সিক্ত করে জলের ফোয়ারা।
মনের আঁধার কাটে,
বিদ্যুতের ছোঁয়া লাগে,
দুচোখে আলোর ছটা করে ঝলমল।