গন্ডীর মাঝে বাস করি আমি
তোমার দেওয়া সীমানা আমার জগৎ,
সীমাবদ্ধতা আমার জীবনে।
আমার দৃষ্টি প্রসারিত,
অজানা হাতছানি দেয়,
শিক্ষাগুরুর মতো পত্রগুলো মেলে ধরো সমানে।
চারপাশে জ্ঞানের আলো,
প্রকৃতির সম্পদ,
প্রবৃত্তির দিশা।
কাম, ক্রোধ, লোভ, মোহ,
দয়া, মায়া, প্রেম,
ধ্বংস আর সৃষ্টি,
ভয়-ভীতি, আনন্দ
মাতাল করেছে পৃথ্বী, করেছে উতলা।
আত্মার আত্মীয়তা করেছে বিভোর,
মিলনের মূর্চ্ছনা বিশ্ব মাতায়।