মন চঞ্চল
কাজ চঞ্চল
ভোর হয়
রঙ পাল্টায়।
সময়ের ইশারায়
তেতে ওঠে রবির কিরণ।
আলো-আঁধারে উষা
এগিয়ে চলে,
মধ্যাহ্ন পীড়িত হয়,
চঞ্চলতা পাখা মেলে।
তারপর
আলো ঝরে পড়ে
মুখগুলো কথা বলে
বেদনা ছবি আঁকে।
ক্লান্তিহীনমন
বড় চঞ্চল।
কৈশোর, যৌবন, বার্ধক্য পার হয়ে
ইহকাল সমুখে দাঁড়ায়,
পরকাল ডাকে,
মন ভাবে।
চঞ্চলতা লেগে থাকে কালের ডানায়।