বাধাহীন দৃষ্টি শুধু
চারিদিক ঘোরে,
নয়নের মণি খোঁজে পথের দুধারে।
লোভনীয় যত কিছু
এই পৃথিবীতে,
সবকিছু নিতে চায় আপনার হাতে।
মুগ্ধ হয়ে শোনে কান
কামনার গান,
আহ্লাদে আটখানা মজে তার প্রাণ।
পুলকিত নাক অতি
সুতীব্র আঘ্রাণে,
আবেশে বোজে চোখ কাঁপে শিহরণে।
নানা স্বাদে তৃপ্ত হয়
রসনা যখন
টক ঝাল মিষ্টি মাতায় মনন।
ত্বকেতে স্পর্শ লাগে
বড় মধুময়,
স্বপ্নে বিভোর হয়ে কাটায় সময়।
ইন্দ্রিয় দমন করা
বড়ই কঠিন,
জিতেন্দ্রিয় নাম তার প্রচন্ড স্বাধীন।
নিষ্কাম কর্ম তার
জীবনের ব্রত,
যোগারূঢ় বলে তিনি জগতে বিদিত।