অদ্ভুতের মায়াজাল
আমার সমুখে,
অদ্ভুত নেচে চলে
তালে বেতালে।
অদ্ভুত ঘোরেফিরে
আমোদে আহ্লাদে,
লুটোপুটি খায় সবে
অদ্ভুত খেয়ালে।
সত্য আড়াল হয়
মিথ্যে প্রলেপে,
প্রলাপ ফুটিতে থাকে
সময় এগুলে।
নিজ ঢাক নিজে যদি
নিত্য বাজায়,
বাজনার তালে তালে
সকলে মাতায়।
ভাসে শুধু মিষ্টি হাসি
শুষ্ক অধরে,
অদ্ভুত এমনভাবে
নিশিদিন চলে।
অঝোরে বিদ্রূপ ঝরে
তৃপ্তিভরা মন,
অদ্ভুত জেগে ওঠে
যখন তখন।
হৃদয় রক্তে ভাসে
হাসে সকলে,
দেখে শুনে অদ্ভুত
থাকে নীরবে।
এত কিছু অদ্ভুত
চারিদিক জুড়ে,
সব কিছু ভুলে গেছি
স্বপ্ন-বিভোরে।