ও কিছু না।
অহরহ মিথ্যে বলা
স্বভাব আমার,
এতো এক রংভরা মনের বাহার।
বিদ্রূপ করি আমি
আনন্দ যোগাই,
ভাববার কিছু নেই নিছক মজাই।
ঠাট্টার মায়াজালে
বদ্ধ করি সবে
ছট্‌ফট্‌ করে সব সংসার সলিলে।
দুঃখ হয় কদাচিৎ
শুধু বলে যাই,
মজা মজা খেলাতে মজেছি সবাই।


উচ্চ এক সিংহাসনে
আমি বাস করি,
নীচে দেখি হতভাগা রয় সারি সারি।
কৃপাদৃষ্টি করি তাদের,
মিথ্যে প্রলেপে
ঢাকা পড়ে অবজ্ঞা ব্যথিত অন্তরে।
সগর্বে পথ চলি,
হয়ে নিরুপায়
ভয়ে সবে পথ ছাড়ে, আমারে ডড়ায়।
বিষাদের কিছু নেই,
জানা প্রয়োজন,
এমনি জগৎ চলে, কিছু না যখন।