সারাদিন মগ্ন যদি
গভীর চিন্তায়,
জপ-তপ কিংবা জঠর জ্বালায়।
হয় নাতো কোন লাভ
তৃষিত জীবনে,
লাগে নাত শান্তিছোঁয়া বিষণ্ণ পরাণে।
নানান তক্‌মা পরে
ঘুরে ঘুরে মরি,
ব্যথা আর বেদনা করে জড়াজড়ি।
সবকিছু একসাথে
দেই বিসর্জন,
চার্বাক দর্শনের নিয়েছি শরণ।
হেসে খেলে চল মন
সদানন্দ তুমি,
দর্শন দেখায় পথ, আনন্দের খনি।
আনন্দে সারাক্ষণ
থাক মশগুল
সুখ যে শেষ কথা নাই কোন ভুল।
ঋণ করো, ঘি খাও
নাই অনুতাপ,
সুখে থাক সারাক্ষণ নয়তো প্রলাপ।
ভোগ আর আনন্দে
কাটবে জীবন,
ফুটবে মুখে হাসি যখন তখন।