সকল কামনা দেখি
ত্যাগ করে যোগী,
দুঃখ দেখে মন তার হয় না বিকল।
সুখ তরে প্রার্থনা
করে না কখনো,
আসক্তি ভয় ক্রোধ করেছে বিজয়।
প্রসন্ন হয় না কভু
শুভ বস্তু পেলে,
অশুভর প্রতি তার না থাকে বিদ্বেষ।
গুটায়ে রেখেছে তার
ইন্দ্রিয়সকল,
কচ্ছপ যেমন করে দেহ সংহরণ।
বিষয়চিন্তা যদি
বাড়ে দিনে দিনে,
আসক্তি জন্ম নেয় হৃদয়ে অচিরে।
কামনার অগ্নি জ্বলে
মনের ভিতর,
অপূর্ণতা চিত্তমাঝে তোলে আলোড়ন।
ক্রোধ রিপু জেগে ওঠে
নীরবে নিভৃতে,
ছারখার করে সব প্রচন্ড আক্রোশে।
আসক্তি জয় করে
যে সকল যোগী,
প্রাজ্ঞ বলে জগতে হইবে সুখ্যাতি।