কেন পথ চলি জানিনা।
কোথায় গিয়ে থামতে হবে তাও জানিনা।
পথ এগিয়ে আসে আমার কাছে,
আমি চলি।


দুপাশে কারা আছে জানিনা
যারা আসে তাদের টেনে নেই,
যারা আসবে তাদের জন্য অপেক্ষা করি।
আমার লক্ষ্য বলে কিছু নেই
ধরে রাখতে পারিনি কোনদিন,
প্রতিদিন প্রতিমূহূর্তে পালটে যায়।
কেন পালটায়! তাতো জানিনা।
বহুদিন ধরে পথে চলেছি
চলন্ত ট্রেনের দুপাশের ছবি
ছুটে যায় আমার পাশ দিয়ে,
আমি স্থির।
অবশ্যই আপেক্ষিক ভাবে।


দিন পালটায়,
রঙ পালটায়,
ভালোমন্দ জানিনা, বুঝিনা।
শুধু চলি।