আসক্তিতে জন্ম নেয়
প্রবল কামনা,
হিতাহিত জ্ঞানশূন্য অসহ্য যাতনা।
ক্রোধ তখন জন্ম নেয়
কামনার ঘরে,
রুদ্ধ হলে কোনমতে গর্জে মনে মনে।
প্রমাদ ঘটায়ে চলে
নিজ অগোচরে
মূঢ়তা মাথা তোলে অতি ধীরে ধীরে।
আবোল তাবোল বকে
প্রতি ক্ষণে ক্ষণে,
স্মৃতিভ্রংশ হয় তার গভীর ক্রন্দনে।
তারপর দিন দিন
বুদ্ধিনাশ হয়,
পতন সামনে আসে নাই সংশয়।
নৌকা ভ্রমন করে
সলিলেল মাঝে,
ব্যতিব্যস্ত করে বায়ু সকল সময়ে।
নদীজল সাগরেতে
বিলুপ্ত যখন
না থাকে গর্জন তার, প্রশান্ত জীবন।
ইন্দ্রিয় বশীভূত,
প্রজ্ঞাবানে লীন
আসক্তি বিকার ভুলে হয় যে বিলীন।