যা করতে চাই তা হয় না,
যা চাই না তা হয়।
আমি নীরবে চেয়ে থাকি শুধু।
প্রত্যেক পদক্ষেপে আমি হোঁচট খাই,
থমকে দাঁড়াই কিছুক্ষণ
আবার চলি।
চলতে হয় তাই।


পূর্ণিমাচাঁদ আকাশে ভাসে
আমি এঁকে বেঁকে চলি,
আলো-ছায়া মায়াবী রাতে
জীবন হাসে, জীবন কাঁদে।
দিন আর রাতে ব্যস্ত থাকি আমি,
নানা চিন্তায় ভরে ওঠে মন।
স্বপ্ন জীবন চালায়,
স্বপ্ন হঠাৎ মিলায়,
স্বপ্নময় জীবন কাটে পড়ন্ত বেলায়।