ভাবনার শেষ নেই
যেমন চলছে চলুক।
এদিকের ধাক্কায় ওদিকে যাই
ওদিকের ধাক্কায় পথ বদলাই
সাম্য অধরা থাকে আমার কাছে।
এদিকে হাসির আওয়াজ ওঠে
ওদিকে আর্তনাদ ভাসে
আমি চমকে ওঠি।
হাজার মনের সাথে মন মেলাতে পারিনি
তাই একা একা পথ চলি
ত্বরণ আর মন্দনে ওঠানামা করি।
আরম্ভ ও সমাপ্তি দুটি বিন্দু
জন্ম ও মৃত্যুরূপে জ্বলজ্বল করে।
ইহকাল পরকাল হাত ধরে পরষ্পর
মিশে যায় একদিন এক সীমানায়।
মন দিশেহারা
জীবন থেমে নেই
কালের প্রবাহে এগিয়ে চলে অনন্তের দিকে।