যিনি আকাঙ্খা বর্জন করেন
বিদ্বেষ মুছে দেন
রাগ দূর করেন
ইন্দ্রিয় দমন করেন
জ্ঞানের আলোকে ভরে ওঠে তার মন।


শরীরের কর্ম শরীর করে
ভোজন, গমন, নিদ্রা
এতো নিত্যদিনের কাজ।
কর্মযোগী কর্ম করেন আপনমনে
পরমাত্মায় সমর্পণ করেন সবকিছু
নিষ্কাম কর্মে রত থাকেন সারাক্ষণ।
পদ্মপাতায় জলবিন্দু টলমল করে
আসক্তি ঝরে পড়ে  নীরবে
মুক্ত হয় যোগী মন হতে।
বিষয়ীর কাছে ভোগ যতো সুখের হোক
দুঃখ বলে মনে করেন তিনি
তার বিবেক এতে শান্তিলাভ করে
একে বলে নিত্যসন্ন্যাসী।