কোন এক অনাদিকালে মন জেগেছিল
অনুভব করেছিল সবকিছু
চেতনায় কেঁপেছিল বারবার।


অনেক ব্যথা বুকে নিয়ে
ছোট ছোট সুখের টানে
এগিয়ে চলে মন
সবার আড়ালে।


লেখনী মালা গাঁথে
নানা ভাবনায়,
অনুভূতি শোভা পায় এদিকে ওদিকে।
জীবন মথিত হয়
প্রচন্ড পেষণে,
আবেগের ফোঁটা ঝরে পিপেটের নলে।
আশা আর নিরাশা জ্বলজ্বল করে,
আনন্দ ও বেদনার রঙ মেখে তারা
ছুটে চলে দ্রুতবেগে,
ভরে তোলে পাতাগুলো গভীর আবেশে।


লেখনী থামেনা তো,
নীরবে নিভৃতে
লিখে যায় স্বরলিপি মনের জগতে।


-- কলকাতা