আদিত্য রঙ মাখে
সুন্দর প্রভাতে,
চারিদিক ভেসে যায় সোনালী আভায়,
জ্যোতিঃগুলো ঢেউ তোলে
আকাশের নীলে
প্রাণে প্রাণে সাড়া লাগে নূতন প্রভায়।


আলোকের ছটা ছাড়ে
পূর্ণ শশধর,
চন্দ্রকলা শোভা পায় শম্ভুর মুকুটে,
তুষারধবল শঙ্খ
বাজে অবিরত,
মধুরিমা ছুটে চলে শুভ্র শকটে।


ধরণীর গর্ভ চিরে
বিদ্যুতের ঢেউ,
প্রচন্ড প্রবাহে যেন ভাসায় অবনী,
লালবর্ণ দেহ তার
যুদ্ধ সেনাপতি,
দম্ভভরে পথ চলে কাঁপায় মেদিনী।