পৃথিবী যখন ঢাকে গাঢ় আঁধারে
কু যত পাখা মেলে মায়ার প্রভায়
হিংসা নিলয় গড়ে মনের কন্দরে
স্বার্থ আঘাত করে হৃদয়দুয়ার।
দম্ভ শাসন করে কোমল মেদিনী
অন্যায় ছিন্ন করে ন্যায়ের নিশান
মিথ্যা ত্বরিতে ছোটে সকলের আগে
ক্রুরতায় ঢাকা পড়ে দয়ার শরীর।
কামনায় কলুষিত সুমধুর প্রেম
লোভ কাড়ে অতিদ্রুত মুখের আহার
অশান্তি হেসে ওঠে তমসা আড়ালে
শান্তি নীরবে কাঁদে মনের গুহায়।