বিরাজিত ভগবান
নানারূপ তাঁর
অন্তহীন সৃষ্টিমাঝে রহস্য অপার।
সর্ব্বভূতে আত্মা তিনি
অমর অক্ষয়
বিষ্ণুরূপে ভগবান অদিতি তনয়।
জ্যোতিঃমাঝে সূর্য
বেদমাঝে সাম
প্রাণীদেহে ব্যাপ্ত তিনি চেতনা আধান।
দেবগণ মাঝে ইন্দ্র
ইন্দ্রিয়েতে মন
সৃষ্টিপ্রকাশে তিনি চলন্ত জীবন।
অগ্নি নামে অষ্টবসু
তীব্র তেজোময়
পর্বতের রাজারূপে সুমেরু অক্ষয়।
ব্রহ্মান্ডের মাঝে যত
শক্তি আধান
সর্বোত্তমে অধিষ্ঠান করেন ভগবান।