সত্ত্ব, রজ, তম গুণ
ঘুরে ঘুরে আসে
নিত্যকর্ম করে তারা নীরবে নিভৃতে,
প্রকাশ প্রবৃত্তি আর
মোহ যার কাছে
এক হয়ে ধরা দেয়, সেই গুণাতীত।
উদাসীন যিনি হন
সকল ক্রিয়ায়
সুস্থির মন যার নানা ছলনায়,
সুখ আর দুখে যিনি
সমান ব্যাকুল
জ্ঞানের আধান তিনি, তিনি গুণাতীত।
নিন্দা ও প্রশংসায়
যিনি অবিচল
মান ও অপমানে সদা নিশ্চল,
প্রিয় বা অপ্রিয়ে
সমজ্ঞান যার
গুণের আধার তিনি, তিনি গুণাতীত।