অপরা প্রকৃতি আছে নানারূপ ধরে
পৃথিবী, জল আর প্রচন্ড অনলে,
আকাশ, বাতাস, মন, বুদ্ধি, অহংকার
বিশ্বজুড়ে অপরা অষ্টপ্রকার।
অন্য প্রকৃতি আছে অন্য মায়ায়
চেতনার স্পর্শে নানা ধারনায়
জীবনের অমৃতে, সূর্য আভায়
শব্দমহিমা আর আকাশ তারায়
অগ্নিশিখামাঝে তাপসের তপে
প্রখর প্রজ্ঞা ও তেজস্বীর তেজে
সর্বভূতে প্রানের গভীর স্পন্দনে
প্রকৃতি আলোক আনে নশ্বর জীবনে।