সিঁড়ি বেয়ে ধাপে ধাপে উঠি
ওপরে আরো ওপরে
স্বপ্নের সন্ধানে।


অবলোকন করি-


সুউচ্চ সবুজ বনানী
ন্যাড়া পাহাড়ের শ্রেণী
ঝরণার স্বচ্ছ জল
আঁকাবাঁকা পথ।
শষ্যভরা প্রশস্ত ক্ষেত
মুখরিত জনপদ
সর্পিল স্রোতস্বিনী
প্রশস্ত সড়ক।
বিস্তীর্ণ নীলজল
সফেদ ফেনিল
রূপালী আলোকমালা
মায়াবী আকাশ।


থেমে যায় ঊর্ধগতি
দাঁড়াই নিশ্চুপে,
স্বপ্ন মিলায়ে যায় মনের গহনে,
সিঁড়িগুলো নেমে আসে মাটির দুয়ারে।